সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁশখালীতে মানববন্ধন
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি
জামালপুরের বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালী প্রেসক্লাব ও বাঁশখালীতে কর্মরত সাংবাদিকবৃন্দ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (১৮ জুন) বিকাল ৩টায় উপজেলা পরিষদের সামনে জামালপুর জেলায় কর্মরত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ও বকশিগঞ্জে দায়িত্বরত ৭১ টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক চট্টগ্রাম মঞ্চ বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, বিজয় টিভি ও সিপ্লাস টিভির বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক শাহ মোহাম্মদ শফিউল্লাহ, দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আবু বকর বাবুল, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ছৈয়দুল আলম, চ্যানেল এস টিভি ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ এরশাদ, দৈনিক সকালের সময় প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন, সাংবাদিক মুহাম্মদ সাইদুল ইসলাম,সাংবাদিক
মোঃ জাহেদুল ইসলাম মিরাজ, সাংবাদিক
মোহাম্মদ আনোয়ার, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সাংবাদিক তাফহিমুল ইসলাম, দৈনিক জনবাণী প্রতিনিধি সাংবাদিক মোঃ বাকি বিল্লাহ চৌধুরী,মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ আলী,আরিফুল ইসলাম তোহিন,মোঃ নাঈম উদ্দিনসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের এ নির্মম হত্যাকান্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত এখনও শেষ হয়নি।
গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা।