সাইদীকে নিয়ে পোস্ট, তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
জুয়েল ফরাজী, কুয়াকাটা প্রতিনিধিঃ মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে মহিপুর থানার লতাচালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ মুসুল্লি, এমআর মিজান আল আব্দুল্লাহ ও মোঃ সানাউল্লাহ কে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার (২১ আগস্ট) ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
পদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত এম আর মিজান আল আব্দুল্লাহ মুঠোফোনে জানান, একজন মুসলিম হয়ে অন্য একজন মুসলিম ব্যাক্তির মৃত্যুতে ইন্না-লিল্লাহ… বালায় যদি অন্যয় হয়ে থাকে এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংবিধানে যদি অপরাধ বলে বিবেচিত হয় তা হলে আমি ছাত্রলীগের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি মোঃ সোয়াইব খান জানান, যুদ্ধ অপরাধীকে নিয়ে তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ফেসবুকে পোস্ট দেয়। যা ছাত্রলীগের দলীয় শৃঙ্খলার পরিপন্হি এবং সাংগঠনিক কাজে সক্রিয় না থাকায় তাদের কে সময়িক অব্যাহিত দেওয়া হয়েছে।আগামী ৭ কর্মদিবসের মধ্যে স্ব শরীরে উপস্থিত হয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
তিনি আরো জানান, যথাযথ কারণ দর্শানোর জবাব দিতে ব্যর্থ হলে থানা ছাত্রলীগ স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করবে ।