সাগরে ঝড়ের মধ্যে পড়ে নিখোঁজ ভোলার ১৬ জেলের সন্ধান মিলেছে
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
সাগর মোহনায় মাছ শিকার করতে গিয়ে ঝড়ের মধ্যে পড়ে নিখোঁজ ভোলার ১৬ জেলের সন্ধান মিলেছে। তারা সবাই ভালো রয়েছেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন। এই জেলেরা হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের আব্দুল রহমান, নেছার মাঝি, আব্বাস মাঝি, আকতার মাঝি, হাসান মাঝি, ইলিয়াস মাঝি, নজু মাঝি, আল আমিন মাঝি, কবির মাঝি, মুন্না মাঝি, কুট্টি মাঝি, আজগর আলী মাঝি, সাদেক মাঝি, হাবিব মাঝি, ইলিয়াস মাঝি ও ইসমাইল। ফিশিং বোটের মাঝি আব্দুল রহমানের বাবা দেলোয়ার হোসেন ও গঙ্গাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কামাল বদ্দার জানান, গত ২৬ জুন রহমান মাঝির নেতৃত্বে ১৫ জন জেলে চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকা দিয়ে সাগর মোহনায় মাছ শিকার করতে যান।
এরপর ২৭ জুন ভোরের দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়েন তারা। এতে তাদের ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর তারা সাগর মোহনায় ভাসতে থাকেন। তারা ফিশিং বোটের ছোট একটি ইঞ্জিন চালিয়ে তীরে আসার চেষ্টা করেন। মোবাইলে নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে পারেননি তারা।
ছয়দিন পর রহমান মাঝি তাদের পরিবারকে জানান, জেলেরা সবাই ভালো আছেন। মোবাইলে নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে পারেননি। বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, আমরা কোস্টগার্ড ও মৎস্য বিভাগের মাধ্যমে জেলেদের খোঁজ-খবর নিয়েছি। তারা সবাই সুস্থ রয়েছেন। আজ বাড়ি ফিরবেন।