সাতক্ষীরায় ইট ভাটায় ৪ লাখ টাকা জরিমানা, ফেনীতে অবৈধ ইট ভাটা উচ্ছেদ
আলী আহসান রবি
ঢাকা, ১ জানুয়ারি ২০২৫
পরিবেশগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম চালানোর দায়ে সাতক্ষীরায় মেসার্স এমএম ব্রিকসকে ৪,০০,০০০ (চার লাখ) টাকা জরিমানা করা হয়েছে। ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, 2013 এর অধীনে এই জরিমানা আরোপ করা হয়েছিল এবং ইট ভাটাকে অবিলম্বে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
আজ সাতক্ষীরা সদর উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রণয় বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পুলিশ লাইন্স ও ৩০ আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।
একই দিনে ফেনীর দাগনভূঁইয়া উপজেলার তুলাটুলী বাজারে অবস্থিত মেসার্স আরএলবি ব্রিক-২ নামে একটি অবৈধ ইট ভাটা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটায় আগুন নিভিয়ে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভাটাটি ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
পরিবেশ রক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে পরিবেশ অধিদপ্তর।