মো নাহিদ হাসান,নওগাঁ প্রতিনিধিঃ
১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়ন বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ বিকেলে ৪ টায় নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের মহাভার মোড় হতে বেনীপুর বাজারের তিন মাথা পযন্ত এই
কর্মসূচি পালন করা হয়৷ এই সময় উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র সদস্য নুরুল ইসলাম,চন্দননগর ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, চন্দননগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন রেজা, সাবেক
ছাত্রনেতা শাহীন, মিস্টার প্রমূখ ।পদযাত্রা শেষে বেনীপুর তিন মাথায় বক্তারা বলেন, অবিলম্বে নিত্য পণ্যের দাম কমাতে হবে, সুষ্ঠু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক এর অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, মানুষ যেন তাদের ভোটের অধিকার ফিরে পায় সেই লক্ষ্য নিশ্চয়তা দিতে হবে। এছাড়াও দেশনেত্রী খালেদা জিয়ার
নিঃস্বার্থ মুক্তি এবং সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। এ সময় নেতাকর্মীরা আরো বলেন, কেন্দ্র ঘোষিত দশ দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রাটির আয়োজন করেন ২ নং চন্দননগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ এর অঙ্গ সংগঠনের
নেতাকর্মীরা । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, ডক্টর সালেক চৌধুরী (সাবেক সাংসদ সদস্য ৪৬ নওগাঁ ১ আসন)। পরিশেষে শান্তিপূর্ণ পদযাত্রা শেষে কেন্দ্র ঘোষিত ইউনিয় পদযাত্রাটির সকল কার্যক্রম শেষ করা হয়।