বি.এম রিয়াদুর রহমান রিয়াদ
সারাদেশের ন্যায় শেরপুরেও বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে,২২ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হওয়া এই পরীক্ষায় শেরপুরে তেজাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদরাসার কেন্দ্রে ২১ টি দরসিয়াত মাদরাসা ও বেশ কিছু হিফজ মাদরাসা থেকে হিফজ, ইলমে কিরাত,৫ম,নাহবেমীর,শরহে
বেকায়া ও মিশকাত জামাত সহ মোট ৬ টি স্তরে ৭৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে,এর মধ্যে দরসিয়াত ৩৮৫ জন,হিফজ ২৮৯জন,ইলমুল কিরাত ১১২ জন পরীক্ষার্থী রয়েছে, কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই সুনসান পরিবেশে চলছে, তবে প্রথম দিন অনলাইন থেকে প্রশ্ন প্রিন্ট করতে প্রায় ৪০ মিনিট দেরী হয় বলে জানা গেছে,মাদরাসার নাজেমে তালিমাত মাওঃ হযরত আলী আশরাফী জানান
ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দিকীয়া মাদরাসার বেফাকের পরীক্ষা অতীতেও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে, এবারো সুন্দর ভাবে সম্পন্ন হবে।কওমী মাদরাসার ছাত্রদের নকলের কোন চিন্তা নেই,আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই ইলম অর্জন করে,তাই পরীক্ষায় কোন বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই,কওমী মাদরাসা বোর্ডের পরীক্ষা থেকে অন্যরা শিক্ষা নিতে পারে।