জাফরুল সাদিক,জেলা প্রতিনিধি বগুড়াঃ
স্বল্প সময়ে অধিক লাভের আশায় অল্প পুঁজিতে ভুট্টা চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন বগুড়ার সারিয়াকান্দির ভুট্টা চাষীরা। কৃষকের বিস্তির্ণ ফসলের মাঠ এখন ভুট্টার সবুজ ক্ষেতে ভরে গেছে। গাছগুলো হাঁটু সমান আর কিছু এলাকায় আগাম ভুট্টা রোপণ করায় গাছ মানুষের উচ্চতাকে ছাড়িয়ে গেছে। কোথাও কোথাও গাছে মোচা এসেছে। এসব দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে ।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ভুট্টা ক্ষেতগুলোর পরিচর্যা, নিড়ানী এবং সেচ কাজসহ নানা কাজে ব্যস্ত চাষীরা। উপজেলায় এবছর ৫হাজার ৭শ ২০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে।প্রতি বিঘা জমিতে চাষ, বীজ, সেচ, সার ও কীটনাশক এবং পরিচর্যা বাবদ খরচ হয় ১০ থেকে ১১ হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয় ৩৫ থেকে ৪০ মণ। অল্প পুঁজিতে প্রতি বিঘায় ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ হয়।
উপজেলার কাজলা চরের ভুট্টা চাষী আব্দুস সালাম বলেন, বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠে না। কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম, দামও বেশি থাকে বলেই ভুট্টা চাষে ঝুঁকেছি।ডাকাতমারা চরের নুর আলম সিদ্দিকী বলেন, চার বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ ও পরিশ্রম কম। দামও ভালো পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জনান, ভূট্টা একটি লাভজনক ফসল। তাছাড়াও কম সময়ে অধিক লাভ হওয়ায় গত কয়েক বছরের তুলনায় এবার কৃষকরা ভূট্টা চাষে বেশি আগ্রহী হচ্ছেন।