সারিয়াকান্দিতে সোলার তাইড় ব্রীজ নিলাম ডাকে পানির দরে বিক্রি
জাফরুল সাদিক,বগুড়া প্রতিনিধি ঃ
বগুড়ার সারিয়াকান্দিতে ৫লাখ টাকার ব্রীজ নিলাম ডাকে পানির দরে ১লক্ষ ৭২ হাজার টাকায় বিক্রি হয়। ফলে সরকার কয়েক লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে । গত বুধবার সিন্ডিকেটের মাধ্যমে সিডিউল ক্রেতাদের ম্যানেজ করে
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এর দপÍর থেকে ১লক্ষ ৭২হাজার টাকা মূল্যে সর্বোচ্চ দরদাতা বুলবুল ট্রেডার্স বগুড়ার নামে ব্রীজটি নিলাম ডাকে ক্রয় করা হয় । এলাকাবাসী অনেকেই জানান, সিন্ডিকেট করে ব্রীজটি না নিলে কমপক্ষে ৫লাখ টাকায় বিক্রি হত ।
জানা গেছে,উপজেলার কুতুবপুর ইউপির কুতুবপুর ঈদগাহ্ সোলার তাইড় জিপিএস ভায়া কালার তাইড় সড়কের উপর ৬০০মি: চেইনেজে পুরাতন জরাজীর্ন ব্রীজ অপসারণের জন্য নিলাম দরপত্র
আহ্বান করা হয়। গত ৪এপ্রিল সিডিউল বিক্রয়ের শেষ দিন পর্যন্ত আহ্বানকৃত দরপত্র মোতাবেক ৫০০টাকা অফেরত যোগ্য মূল্যে ৪৭টি সিডিউল বিক্রয় করা হয়। পরের দিন ৫ এপ্রিল সিডিউল জমা দেয়ার দিন মাত্র ৩টি সিডিউল জমা হয় ।
সর্বোচ্চ দরদাতাকে ১লক্ষ ৭২হাজার টাকা মূল্যে ব্রীজটি নিলামে বিক্রি হয় । ৪৭টি সিডিউল বিক্রি হলেও মাত্র ৩টি সিডিউল জমা হওয়ার বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকারের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের
জানান. ৪৭টি সিডিউলের মধ্যে ৩টি সিডিউল জমা পড়েছে । অন্যান্য সিডিউল ক্রেতারা কেন সিডিউল জমা দেননি এবিষয়ে তিনি কিছুই জানেননা ।