সালথায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় ফরিদপুরের সালথায় সুষ্ট ও সুন্দর পরিবেশের মধ্যেদিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রবিবার সকাল ১০ টায় এসএসসি বাংলা প্রথমপত্র ও দাখিল কোরআন মাজিদপত্রের মধ্যেদিয়ে এ পরীক্ষা শুরু হয়।
মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলায় এবার মোট এসএসসি পরীক্ষার্থী ১১৯০ জন। দাখিল পরীক্ষার্থী ২৬১জন। সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়। এদিকে সালথা সরকারী কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষা শুরু হয়।
আজ এসএসসির বাংলা প্রথম পত্রে পরীক্ষার্থী ছিলেন ৯৬১ জন। এরমধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন ৯৪৯ জন পরীক্ষার্থী।
এদিকে দাখিলে কোরআন মাজিদপত্র পরীক্ষার্থী ছিলেন ২২০ জন। এরমধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন ২১১ জন পরীক্ষার্থী।
পরীক্ষা চলাকালীন সময়ে সব কয়টি কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী ও সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক।