সালথায় দুস্থদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ৫শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ইদ্রিস আলী মোল্যা।
শুক্রবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে তার বাড়িতে এ ইফতার ও ঈদের খাদ্য-সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) সুব্রত কুমার মিত্র, সালথা থানার সেকেন্ড অফিসার এসআই সৈয়দ আওলাদ হোসেন, এসআই আঃ বাছেদ, শিক্ষক সাহেবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ইফতার ও খাদ্য-সামগ্রী বিতরণ কালে আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী মোল্যা বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় গরীব মানুষের জীবন যাপনে অনেক কষ্ট হচ্ছে।
তাই আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের মাঝে সামান্য কিছু উপহার তুলে দিলাম। আমি সমাজের বিদ্যমান বিত্তবানদের দুস্থ-গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানাই।