সিরাজগঞ্জে জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
মোঃ আল আমিন হোসেন: সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে কৃষকের জমি দখলের চেষ্টা ও হামলায় নারী-পুরুষ আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী কৃষকসহ এলাকাবাসী।
সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক আব্দুস সামাদ, আমীর খান, সাইফুলইসলাম,কালু শেখ, বাচ্চু শেখ ও মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধনে ভুক্তভোগী কৃষকেরা বলেন,শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামে ১২৪ শতক ফসলী জমি ৩৭ বছর আগে ক্রয় সুত্রে জমির মালিক হন আব্দুস সামাদ, আমীর খানসহ চার জন। এই জমিটি তারা ভোগ দখল করে আসছেন। শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ, আওয়ামীলীগ নেতা শাহাদত হোসেন বুদ্দিন তার সহযোগিরা কৃষকের ওই জমি নিজেদের বলে দাবী করে গত ২১ জুন দখল করতে যায়। এ সময় কৃষকরা বাঁধা দিলে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালানো হয়। এতে নারীসহ ৫জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।