সিরাজগঞ্জে মাছের পুকুরে বিষ প্রয়োগ:১০ লক্ষ টাকার ক্ষতি
মোঃ আল আমিন হোসেন জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মালতিনগর গ্রামে পুকুরে বিষ প্রয়োগের ফলে অন্তত ১০ লক্ষ টাকার মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় মৎস্য চাষী ইসমাইল হোসেন বাদী হয়ে একই গ্রামের ১,ফরহাদ হোসেন,পিতাঃহারেজ আলি
২,হারেজ আলি পিতাঃআহাম্মদ আকন্দ ৩,জানতা খাতুন স্বামীঃফরহাদ হোসেনদের বিরুদ্ধে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ সুত্রে সরেজমিনে দেখা যায়,বিষ প্রয়োগের ফলে ৪বিঘা পুকুরের ছোট বড় সব মাছ মরে ভেসে উঠেছে।এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে মাছ চাষী ইসমাইলের।
এ ঘটনার ন্যায় বিচার দাবি করে মৎস্য চাষী ইসমাইল হোসেন বলেন,অন্য একটি পুকুর লিজ নেয়া কে কেন্দ্র করে ফরহাদ গংদের সাথে শত্রুতার সৃষ্টি হয় তারই জের দরে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে সব
মাছ মেরে ফেলে।অভিযোগের বিষয়ে জানতে ফরহাদ গংদের বাড়িতে গেলে গনমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পরেন।এ বিষয়ে মুঠোফোনে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হক বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।