সুন্দরগঞ্জে অবৈধ বালু ব্যবসায়ীকে ১০ লক্ষ টাকা অর্থদন্ড করলেন এসিল্যান্ড মাসুদুর রহমান
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান ২১ মার্চ মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার ১৫নং কাপাশিয়া ইউনিয়নের কছিম বাজার এলাকার মোশাররফের ঘাট নামক স্থানে স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান জানান, ব্যবসায়িক উদ্দেশ্যে অবৈধভাবে বলগেট ব্যবহার করে বালু উত্তোলন করে কৃষিজমির ভাঙনসহ নদীর তীরের ক্ষতি সাধন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় বালু উত্তোলনকারী আব্দুর
রহমানের পুত্র মোঃ লিটন মিয়া (৩৪) ১০ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।তিনি আরো জানান, একটি স্বচ্ছ, সুন্দর ও সঠিক সেবা প্রদানের প্রত্যয়ে সকালের সহযোগিতা কামনা করছি। সেই সাথে সুন্দরগঞ্জকে আরো সুন্দর ও অপরাধ মুক্ত করতে স্থানীয় সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।