সেনাবাহিনী ও পুলিশের গাড়ী ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে আরও পাঁচজন দুষ্কৃতিকারী গ্রেফতার
আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
৩ নভেম্বর, ২০২৪
রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় বিশৃংখলা সৃষ্টি এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়ী ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে আরও পাঁচজন দুষ্কৃতিকারী গ্রেফতার
গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে রাজধানীর কাফরুল এবং ভাসানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় দুষ্কৃতিকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে পরিচালিত যৌথ অভিযানের ধারাবাহিকতায় ০২ নভেম্বর ২০২৪ (শনিবার) সেনাবাহিনী কর্তৃক আলমগীর, রেশমা খাতুন, মাহফুয মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল নামক ০৫ জন দুষ্কৃতিকারীকে ভাসানটেক এবং কাফরুল এলাকা হতে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাসানটেক এবং কাফরুল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।