সেভ দ্য রোড বাঁশখালীর তৃতীয় বারের মতো লিফলেট বিতরণ
নিজস্ব সংবাদদাতা:
যানজট ও সড়ক দুর্ঘটনা নিরসন কল্পে সেভ দ্য রোড বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে বৈলছড়ি কেবি বাজার এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যানজট ও সড়ক দুর্ঘটনা নিরসন কল্পে ২৭ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের কেবি বাজার এলাকায় সেভ দ্য রোড বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে তৃতীয় বারের মতো লিফলেট বিতরণ করা হয়।বিতরণ শেষে সেভ দ্য রোড বাঁশখালী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ এরশাদের সভাপতিত্বে ও সেভ দ্য রোড বাঁশখালী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি সাংবাদিক মোঃ বাকি বিল্লাহ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন, বৈলছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য টুটুল তালুকদার,বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুল কাদের,বৈলছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ,,সেভ দ্য রোড বাঁশখালী উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক মোঃ দিদার হোসাইন, সেভ দ্য রোড বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কলিম উল্লাহ মিসবাহ,প্রচার সম্পাদক মোঃ ফরিদুল আলম,সিনিয়র সদস্য রাশেদ, সদস্য আব্দুল্লাহ প্রমূখ।