সৈয়দপুরে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি :
সৈয়দপুরে ইডেন কম্পিউটার এন্ড সেলাই ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেওয়া ৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের বাঁশবাড়ি এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো.মোখছেদুল মোমিন।
বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক সৈয়দা রোখসানা জামান শানু।পৌর কাউন্সিলর মো.জোবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর ইডেন কম্পিউটার এন্ড সেলাই ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক নাজনীন পারভিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন মো. সোহেল আকতার, কম্পিউটারের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া ফারহাদ পারভিন ও সেলাইয়ে প্রশিক্ষণ নেওয়া কাহকেশা খানম রুমা।
বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো.মোখছেদুল মোমিন সৈয়দপুর ইডেন কম্পিউটার এন্ড সেলাই ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে বলেন,একদিন আপনাদের মাধ্যমে অন্যরাও প্রশিক্ষণ নিয়ে নিজেদের অভিজ্ঞতা অর্জন করবে। সৃস্টি হবে কর্মসংস্থানের। তিনি কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের মাধ্যমে বেকার নারী ও পুরুষের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করায় সৈয়দপুর ইডেন কম্পিউটার
এন্ড সেলাই ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক উদ্যোক্তা নাজনীন পারভিনের প্রশংসা করে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করার ঘোষণা দেন। পরে প্রশিক্ষণে অংশ নেওয়া ৪০ জন প্রশিক্ষনার্থী যুব ও যুব মহিলার হাতে সনদপত্র তুলে দেন। এরআগে প্রধান ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানটির পরিচালক নাজনীন পারভিন।