সৈয়দপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
সাদিকুল ইসলাম সাদিক,
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
৪ দফা দাবী বাস্তবায়নে উদ্দেশ্যমুলকভাবে কালক্ষেপণের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা।
সোমবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে প্রেসক্লাবের সামনে ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এই কর্মসূচীর আয়োজন করে।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় কমিটির দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহ সভাপতি মাহবুবুর রহমান।
প্রধান অতিথি বলেন, আমাদের যৌক্তিক দাবীগুলো বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘ দিন থেকে আন্দোলন করে আসছি। কিন্তু তারপরও কর্তৃপক্ষের টনক নড়ছেনা। আজ রংপুর বিভাগের সব শাখায় এই কর্মসূচী পালন করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সকল দাবী মেনে নেয়ার ঘোষণা না দেয়া হলে ওইদিন ঢাকায় ৬০ হাজার সদস্যকে নিয়ে মহাসমাবেশ করে স্মারকলিপি প্রদান করা হবে এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অসহযোগ আন্দোলন কার্যক্রম চলবে।
আইডিইবি’র সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোনায়েমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচী সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম। এতে সৈয়দপুর রেলওয়ে কারখানা, পৌরসভা, উপজেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত প্রায় শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে উপস্থিত সকলে বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বর থেকে রেলওয়ে কারখানা গেট বাজার এলাকায় সংগঠনের স্থানীয় কার্যালয়ে পৌঁছে কর্মসূচীর সমাপ্তি টানা হয়।