সাদিকুল ইসলাম সাদিক, নীলফামারীঃ
মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়নতা, দাঁড়াবো সকলেই অধিকারের সুরক্ষায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র আয়োজনে শহরের শেরে বাংলা সড়ক থেকে একটি র্যালি বের হয় সড়ক প্রদক্ষিন শেষে প্লাজা সুপার মার্কেটের তৃতীয় তলার নিজস্ব অফিসে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ব্যুরোর প্রধান উপদেষ্টা রাবেয়া আলিম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফয়সাল রায়হান ও উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর।
ব্যুরোর সাংগঠনিক জেলা শাখার সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ব্যুরোর সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লিটন, মহিলা কাউন্সিলর সাবিয়া সুলতানা, সহসাধারণ সম্পাদক মোস্তাফিজা হোসেন শিলা, আনোয়ারুল হক, এশিয়ান টেলিভিশন ও দৈনিক সময়ের কাগজের নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ মাইনুল হক, রিপোটার্স ইউনিটসভাপতি পিকে সাইদুল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মানুষ জন্মগত ভাবে অধিকার নিয়েই জন্ম গ্রহণ করে। সমাজ দেশ তথা রাষ্ট্রকে সে অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাই সব পেশা শ্রেণির মানুষ ও জনপ্রতিনিধিদের উচিত ঐক্যবদ্ধ হয়ে মানবাধিকার সুনিশ্চিত করতে কাজ করা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যুরোর সিনিয়র সভাপতি সাংবাদিক এমএ করিম মিস্টার।
পরে ব্যুরোর সদসদ্য নুরুন নাহররের পরিচলনায় একটি বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক একটি নাটক পরিবেশিত হয়।