
সৈয়দপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৩১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর হস্তান্তর
সাদিকুল ইসলাম সাদিক সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি:
আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ ধাপে সারা বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই ধারাবাহিকতায় সৈয়দপুর উপজেলা প্রসাশনের আয়োজনে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে ভূমিহীন ও গৃহহীন ১৩১টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়। উক্ত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল রায়হান।
এসয়ম উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) আমিনুল ইসলাম।উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, বীর মুক্তিযোদ্ধা সহ সরকারি দপ্তরের প্রধান গন ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান, স্হানীয় সংবাদকর্মী,সুধি সমাজ ও সুফলভোগীর পরিবারবর্গ উপস্থিত ছিলেন। এসময় তাদের হাতে হস্তান্তর কৃত ঘরের দলিল ও কৌবলত নামা তুলে দেন।






