স্টাফ রিপোর্টারঃ-
সংবাদ প্রকাশের এক বছর পর বরাদ্দ হলে ও সোনালী ব্যাংক লিমিটেড পলাশবাড়ী শাখা এখনো সি সি ক্যামেরার আওতায় আনা হয় নি।যা ভবিষ্যতের জন্য ভয়ংকর বার্তা বহন করে।
২ মার্চ বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংক লিমিটেড পলাশবাড়ী শাখায় গিয়ে দেখা যায় গোটা ব্যাংকের মুল অফিস কক্ষে কোন সিসিটিভি ক্যামেরা নেই।
বিগত সময়ে ব্যাংকের সাবেক এক ব্যাবস্থাপক লাঞ্চিতের ঘটনায় ব্যাংক ভবনে অতিরিক্ত নিরাপত্তার কারনে সিসি ক্যামেরার দাবী করে করেন অসংখ্য গ্রাহকসহ কর্মকর্তা কর্মচারীরা।
এরপর পার হয়ে গেছে একটি বছর।
পলাশবাড়ী উপজেলার পরিষদ রোডস্ত নছের উদ্দিন সরকার সুপার মার্কেট এর পক্ষ থেকে সি সি ক্যামেরা থাকলে ও সোনালী ব্যাংক ভবনের ভিতরে কোন ক্যামেরা খুজে পাওয়া যায় নি।ব্যাংকের উপরতলায় ভবন মালিক বসবাস করছে ফলে মুল সিড়িতে একটি ক্যামেরা স্থাপন করেছে মার্কেট কর্তৃপক্ষ।
তবে কর্মকর্তাদের গতিবিধি, আনসার সদস্যদের গতিবিধি, সর্বপরি গ্রাহকসহ ব্যাংকে আগত দর্শনার্থীদের গতিবিধি,ক্যাশ কাউন্টার নজরদারি করার পাশাপাশি নিরাপত্তা জনিত কারনে সোনালী ব্যাংক লিমিটেড পলাশবাড়ী শাখায় সি সি টিভি ক্যামেরা জরুরি ভিত্তিতে স্থাপন প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট গ্রাহকরা
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলমগীর মন্ডল বলেন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশের লক্ষে এগিয়ে যাচ্ছে দেশ।
অথচ সোনালী ব্যাংক লিমিটেড পলাশবাড়ী শাখার মত এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সিসি টিভি ক্যামেরা নেই এটা অত্যান্ত দুঃখ জনক।দেখে মনে হয় আমরা এনাগল যুগে আজ ও পরে আছি।
তিনি আরো বলেন ব্যাংকের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই শাখায় দ্রুত সিসি টিভি ক্যামেরা না বসালে অনাকাঙ্ক্ষিত ঘটনাঘটা অসম্ভবের কিছু নয়।
এ ব্যাপারে ব্যাংকে দায়িত্ব প্রাপ্ত আনসার সদস্যরা জানান সি সি ক্যামেরা না থাকলে ও তারা নিরাপত্তার ব্যাপারে সচেষ্ট।
সোনালী ব্যাংক লিমিটেড পলাশবাড়ী শাখার দায়িত্ব প্রাপ্ত প্রিন্সিপাল অফিসার মাহামুব হাসান বলেন সাবেক ব্যাবস্থাপক নাজমুল সাহেব লাঞ্চিত হওয়ার সময় সাংবাদিকরা সিসি টিভি ক্যামেরার ব্যাপারে লিখেছিলেন কই কোন কাজ তো হয় নি! আমরা বরাদ্দ পেয়েছি দ্রুত সিসি টিভি ক্যামেরা কিনে স্থাপন করা হবে।