হাঁড়িভাঙা আম বাজারে আসছে শনিবার
মাটি মামুন রংপুর।
আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় ২০ জুনের আগেই দেশসেরা হাঁড়িভাঙা আম বাজারে সরবরাহের অনুমতি দিয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন।আগামী শনিবার থেকেই বাজারে পাওয়া যাবে এ সুস্বাদু আম। ৭তারিখ বুধবার উপজেলা
নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।৬ মঙ্গলবার মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ এলাকায় চাষিরা রংপুরের জেলা প্রশাসকের কাছে হাঁড়িভাঙা আম সংগ্রহের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে স্মরকলিপি দেন।তাঁরা উল্লেখ
করেন, হাঁড়িভাঙার বাজারজাত ২০ জুনের পরিবর্তে ১০ জুন করতে হবে। কারণ, অনাবৃষ্টিসহ তীব্র তাপদাহে গাছে আম পাকা শুরু হয়েছে। আম পরিপুষ্ট হয়েছে। আম বাগানে রাখা যাচ্ছে না। ২০ জুন বাজারজাত শুরু হলে অনেক আম বাগানেই পেকে নষ্ট হয়ে যাবে।এতে চাষি ও ব্যবসায়ীরা
লোকসানের মুখে পড়বেন।জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন হাঁড়িভাঙা আম চাষি পরিষদের সভাপতি আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবলু, সহসভাপতি আমিনুর রহমানসহ স্থানীয় আম চাষিরা।মিঠাপুকুর ইউএনও রকিবুল হাসান বলেন, আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাঁড়িভাঙা আমের সংগ্রহের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।