হালুয়াঘাটে রাতের আধাঁরে গাড়ী থেকে ডিজেল চুরি, থানায় অভিযোগ
এম,এ মালেক, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাটে রাতের আধাঁরে ইমাম গাড়ী থেকে ডিজেল চুরি করে ও গাড়ির ইঞ্জিনে পানি দিয়ে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গিয়েছে।
ভুক্তভোগী পৌরশহরের আকনপাড়া গ্রামের আব্বাছ আলীর পুত্র আব্দুল রহিম এ ঘটনার সাথে জড়িত উত্তর খয়রাকুড়ি গ্রামের কছিম উদ্দিন বেপারীর পুত্র সোহাগ মিয়া ও
রঘুনাথপুর গ্রামের হাসিম উদ্দিনের পুত্র জুয়েল মিয়াকে বিবাদী করে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে প্রকাশ, গত সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক দশ টার দিকে ব্যাক্তি মালিকানাধীন ইমামবাস সার্ভিসের ঢাকা মেট্রো-ব ১৩-০৮৮৪ বাস থেকে
উল্লেখিত বিবাদীরাসহ অজ্ঞাত ২/৩ জন চোরের দল গাড়ি থেকে ১৮০ লিটার ডিজেল চুরি করে নিয়ে যাওয়ার সময় অন্যান্য গাড়ীর চালক ও স্টাফরা দেখতে পেয়ে জুয়েল মিয়াকে আটক করে হালুয়াঘাট মটরযান কর্মচারি ইউনিয়নের সভাপতির জিন্মায় দেন।
পাশাপাশি চোরের দল ডিজেল চুরি করেও গাড়ির ইঞ্জিনে পানি দিয়ে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে গাড়ির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। উল্লেখিত বিবাদীরা বাস-ট্রাকের ইঞ্জিন মিস্ত্রী হওয়ার সুবাধে বিভিন্ন সময়ে গাড়ি থেকে ডিজেল
চুরিসহ গাড়ির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করেন। এদের বিরুদ্বে একাদিক বার মটরযান কর্মচারি ইউনিয়নে বিচার শালিস করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আব্দুল রহিম বলেন,সোহাগ মিয়া বিভিন্ন সময়ে গাড়ী থেকে প্রায় ৭০০ লিটার ডিজেল চুরি করেন। এদের বিরুদ্বে কঠিন শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আহবান জানান। আগামীকাল চোরদের গ্রেফতার দাবিতে মনববন্দন করা হবে বলে জানান।
এ বিষয়ে সোহাগ মিয়া বলেন, তিনি রহিমের গাড়ি থেকে কোন প্রকার চুরি করেননি। তার বিরুদ্বে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে হালুয়াঘাট মটরযান কর্মচারি ইউনিয়নের সভাপতি মিয়াজ উদ্দিন রজব আলী চুরির ঘটনাটি সত্য বলে স্বীকার করে
বলেন, ঘটনাটি মিমাংসার চেষ্টা অব্যাহত ছিল, কিন্ত উল্লেখিত বিবাদীরা তারিখ দিয়েও না আসায় ভুক্তভোগী গাড়ির মালিক আব্দুর রহিম হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খাঁন বলেন, চুরির ঘটনাটি তিনি শুনেছেন, চোরদের নামে লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানান