হাসান আরিফের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:
ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৪
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা প্রয়াত এ এফ হাসান আরিফের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ধানমন্ডি বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জামাল হোসেন।
মাহফিলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এতে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, অন্তবর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন।