১১তম ঢাকা আন্তর্জাতিক সিনেমায় নারী শীর্ষক সম্মেলন
আলী আহসান রবি
১২ জানুয়ারি,. ২০২৫
আজ ১২ জানুয়ারি, ২০২৫ ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ১১তম ঢাকা আন্তর্জাতিক সিনেমায় নারী শীর্ষক সম্মেলন। অনুষ্ঠানটি সকাল ৯:৩০ টা থেকে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয়।
সম্মেলনটি পরিচালনা করেন সাদিয়া খালিদ রীতি। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মিস ফারাহ কবির এবং মিস ঝ্যাং ইউডি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন প্রফেসর কিশওয়ার কামাল।
সকাল ১১:৩০ টায় মিস ঝ্যাং ইউডি তাঁর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যার শিরোনাম ছিল “Tradition Meets Modernity : Female Peking Opera Performers in Chinese Films from Classical Narratives to Contemporary Realism” এরপর একটি প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে আলোচক হিসেবে অংশ নেন মিস রেইনবো ফং, মিস লিসা গাজী এবং মিস ফারাহ কবির।
দুপুরের খাবারের বিরতির পর বিকাল ২:০০ টায় পরবর্তী মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিস নাঈমা চৌধুরী। প্রবন্ধটির শিরোনাম ছিল “The Future of Women and Film Making” এই সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. তৌফিক এলাহী,মিস চৈতালী সোমাদ্দার, এবং ড. রাশেদা রওনাক খান।
এই সম্মেলনটি নারীদের চলচ্চিত্রে ভূমিকা, ঐতিহ্য ও আধুনিকতার সংযোগ এবং ভবিষ্যতে নারী চলচ্চিত্র নির্মাতাদের সম্ভাবনা নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে।
এছাড়া আজ ১২ জানুয়ারী রবিবার ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান ভেন্যু জাতীয় জাদুঘর পরিদর্শনে আসেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রথমেই স্ক্রিনিং এর ব্যবস্থাপনা নিয়ে তিনি তদারকি করেন। তখন শব্দ ব্যবস্থাপনার উন্নতির বিষয়ে দিকনির্দেশনা দেন। সবশেষ স্বেচ্ছাসেবকদের (ভলেন্টিয়ার) সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং এই উৎসবে তার ভলেন্টিয়ার থাকার অভিজ্ঞতা বলেন এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তার সিনেমা দেখা ও শেখার দিককে অনেকটাই আলোকিত করেছে বলে তিনি জানান। পূর্বের উৎসবের থেকে আমরা সকল দিকে এগিয়েছি– এমনটি তিনি মনে করেন।