২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে গোলাম রাব্বানীর শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার :
২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা ছিনেয়ে এনে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের লাল সবুজের পতাকার স্থান করেনেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারতাম না। বঙ্গবন্ধুর কারণে আজ বাঙ্গালী জাতি সারা বিশ্বে মাথা উচু কথা বলতে পারে।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ বাঙালি জাতির জীবনে অনন্যসাধারন একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এই
দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবীতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিছিল নির্মম হত্যাকান্ড। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগ মুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের
স্বাধীনতা ঘোষণা করেন। এই স্বাধীনতা ঘোষণা ও মুক্ত সূচনার সময়টি নীবিড় আবেগের সাথে স্মরণ করে বাঙালি জাতি। স্বাধীনতার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা স্মরণ করবে দেশমাতৃকার জন্ম আত্মদান করা বীর সন্তানদের।
একাত্তরের ২৫ মার্চের মৃত্যুর বিভীষিকা থেকে এক হয়ে মাথা উচু করে দাঁড়িয়ে ছিল দেশের মানুষ। ওই রাত্রে গ্রেফতার হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রেপ্তারের আগেই বার্তা পাঠিয়ে স্বাধীনতার ঘোষণা দেন তিনি।
৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মদান, ৩ লাখ মা-বোনের সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বিজয়। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন।
এই অর্জনকে অর্থবহ করতে নতুন প্রজন্মকে
মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। গোলাম রাব্বানী দিনাজপুরসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।