নিজস্ব প্রতিবেদক,
রবি ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো হাইব্রিড ও বোরো উপসী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন উপলক্ষে সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৪,এর মাননীয় সংসদ সদস্য বাবু রনজিত কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রউফ মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান বীথিকা রানী বিশ্বাস ও বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব রুহুল আমিন সহ আরো অনেকে।
এ সময় উপজেলার ৪৭৭০ জন উপশি চাষীকে ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি DAP ও ১০ কেজি এমওপি স্যার প্রদান করা হয় ,এবং ২২৭৫ জন হাইব্রিড চাষীদের মাঝে প্রত্যেককে দুই কেজি করে বীজ প্রদান করা হয় ।