বাঁশখালীতে জায়গা জমির বিরোধ নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি আহত ২
বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালীতে জায়গা জমির বিরোধের জের ধরে, ভাইয়ের আঘাতে দুই ভাই গুরুত্ব আহত
হওয়ার অভিযোগ উঠেছে।
আহতরা হলেন উপজেলার কাথরিয়া ইউনিয়নের পূর্ব বাগবারা ৩ নং ওয়ার্ড এলাকার মৃত আবদুচ ছালামের ছেলে আনোয়ার আলী ও গ্রাম ডাক্তার আকবর আলী।
স্থানীয়রা জানান ,আনোয়ার আলী ও আকবর আলীর সৎ ভাই মাহাফুজ আলী সাথে অনেক দিন ধরে জায়গা জমির বিরোধ চলে আসছে। হঠাৎ গত ২১ এপ্রিল আবার সেই বিরোধ নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারির ঘটনা ঘটায়।
প্রকৃত পক্ষ ভাইয়ে সাথে ভাই এমনটি হওয়ার একেবারে উচিত নয়,এটির দেখাদেখি সমাজে আরো লোক খারাপ পথে পরিচালিত হবে, এটি সমাধান করা খুবই প্রয়োজন। আল্লাহ না করুক উক্ত বিরোধ না মিটালে যে কোন দিন আবার খুনাখুনিতে রুপ নিতে পারে এমনটি ধারণা করেছেন এলাকা বাসি।
আকবর আলীর স্ত্রী বলেন, জমিজমা নিয়ে আমার স্বামী ও ভাশুর আনোয়ার আলীর সাথে তাদের সৎ ভাই মাহাফুজ আলীর বিরোধ চলছে,সেই বিরোধের জের ধরে আমার স্বামী আকবর আলী ও ভাশুর আনোয়ার আলী গত ২১ এপ্রিল বাঁশখালী থানায় মাহাফুজ আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
পরে থানা পুলিশ সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে ২১ তারিখ রাত ৮ টায় কাগজপত্র নিয়ে বাঁশখালী থানায় হাজির হতে বললে,উভয় পক্ষ বাঁশখালী থানায় যথাসময়ে উপস্থিত হয়।
এতে উভয় পক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়,একজন সারবিয়ার ও একজন উকিল নিয়োগ দিয়ে আগামী ৩০ এপ্রিল উক্ত ঘটনার সমাধানের কথা বলে,এতে উভয়পক্ষ মেনে নিয়ে যে যার মতো থানা থেকে নিজ গন্তব্যে চলে যান।
এক পর্যায়ে আমার স্বামী আকবর আলী ও ভাশুর আনোয়ার আলী বাসার ফেরার পথে নিজ বাড়ির গেইটের সামনে আসলে আনুমানিক রাত ১২ টায় সময় আমার স্বামী ও ভাশুর আনোয়ার আলীকে তার সৎ ভাই মাহাফুজ আলী দলবল নিয়ে ওত পেতে থাকে হঠাৎ লাঠি দিয়ে মারতে শুরু করে।
এতে ভাশুর আনোয়ার আলী ও আমার স্বামী আকবর আলী গুরুতর আহত হয়,পরে পুলিশকে খবর দিলে সাথে সাথে পুলিশ এসে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা দিয়ে,আঘাত গুরুত্ব হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বর্তমানে গ্রাম ডাক্তার আকবর আলী ও তার বড় ভাই আনোয়ার আলী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এবিষয়ে কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিন বলেন,আমি এই বিষয়ে অবগত নয়,আর মারামারি করে কখনো সমাধান করা যায় না, কি কারণে মারামারি টি হয়েছে তা সঠিক তদন্ত পূর্বক দোষীকে সনাক্ত করে শাস্তির আওতায আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।