“ওপেনহাইমার” বিশ্বমাতাচ্ছে ‘বার্বি’র সঙ্গে
সত্যকন্ঠ বিনোদন ডেক্স:
বিগত কয়েক বছর ধরে হলিউড সুপারন্যাচারালে মেতে থাকার কারণে এবছর কমেডি আর বিজ্ঞানভিত্তিক মুভিতে গা ভাসাচ্ছেন সিনেমা দর্শক প্রেমীরা। তারি ধারাহিকতায় মুক্তির পরপর ‘বার্বি’র মত “Oppenheimer” মুভিতে উল্লাসে মেতেছে দর্শকরা। প্রতিবেশী দেশ ভারতে ছিল মুভির আগেই দেশটির একাধিক রাজ্যের প্রায় ৯০ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
ছবি-গুগল থেকে
২০০৫ সালে “America Promithous”নামে বই লিখেছিলেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। বইটি প্রকাশের পর বছর কয়েকের মধ্যেই শোনা যায় শ্যাম মেন্ডেস বইটি নিয়ে সিনেমা বানাবেন। পরবর্তীতে ছবিটি বানান নোলান। তিনি কাহিনী নিজের মত করে ‘ওপেন হাইমার’সিনেমাটি বানিয়েছেন।
পরিচালকের প্রিয় পত্র কিলিয়ান মারফি আগে পাঁচবার নৌলানের ছবিতে অভিনয় করেছেন ওপেন হাইমার সিনেমাতেও তাকে নির্বাচন করা হয়। এই ছবিটিতে আরো অভিনয় করেছেন এমিলি ব্লান্ট ,ম্যাট ডেমন, রবার্টবার্ড, ড্রাইনি জুনিয়ার, ফোরেন্স পিউ, কেসি অ্যাফ্লেক, রামি মালিক।
অধিকাংশই ভবিষ্যৎবাণী করেছেন যে আগামী বছর সব পুরস্কার নিয়ে যাবে নোলিনের ছবিটি। প্রখ্যাত চিত্রনাট্যকার ও পরিচালক ফল সেডার ওপেনহাইমারকে এ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা হিসেবে অভিমত ব্যক্ত করেছেন।