জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে কুমিল্লায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ খোরশেদ আলম বিশেষ সংবাদদাতা:
সোমবার (২৪ জুলাই) চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে ২৪ থেকে ৩০ জুলাই নিজ অফিসে পালিত হচ্ছে মৎস্য সপ্তাহ। এই উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শেফাউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন মাছ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ। তবে এই মাছ চাষ হতে হবে বিষমুক্ত পরিবেশবান্ধব অবস্থায়। বক্তারা আরো বলেন মৎস্যের প্রজনন ব্যবস্থা করতে হবে ব্যাপকভাবে, এবং বেশি করে দেশীয় প্রজাতির গুলশা চিংড়ি সিং মাগুর সহ সকল মাছ চাষে এগিয়ে আসতে হবে।
খামার তত্ত্বাবধায়ক তাজুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামাল উদ্দিন উদ্দিন ভূঁইয়া, সমবায় কর্মকর্তা ভূঁইয়া মোহাম্মদ শাহিনুর রহমান, মৎস্য খামারির মধ্যে ইঞ্জিনিয়ার সাইদুর রহমান শামিম,হানিফ, মহিন, মোশারফ, বাতিসা এতিমখানার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর জাহাঙ্গীর হোসেন