রামপালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে
(১৫ আগস্ট) মঙ্গলবার সকাল ৯.০০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শোক দিবসের অনুষ্ঠান শুরু হয়।
এরপর শোক দিবস উপলক্ষে এক শোক র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, রামপাল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মজনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আকবর আলী, রামপাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাস,
উপজেলা কৃষি অফিসার মোঃ অলিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ারুল কুদ্দুস, প্রভাষক মোঃ গোলাম ইয়াছিন, শেখ শাহ নেওয়াজসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে কয়েকজন উপকার ভোগীদের মধ্যে যুব ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালন করেন রামপাল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার ও প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ।