মহাবিশ্বের সবকিছু ঘূর্ণায়মান কেন
বিজ্ঞান চিন্তা:
মহাকর্ষ বলে বড় বড় বস্তুগুলি একে অপরকে আকর্ষণ করে,এজন্যই নক্ষত্র কে ঘিরে প্রতিনিয়ত ঘুরছে আবারো নক্ষত্র ছুটে চলেছে গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে।
মহাবিশ্ব নিজেই প্রসারিত হচ্ছে। মহাবিশ্বের কিছুই স্থিতিশীল নয়। গ্রহগুলি ঘুরছে নক্ষত্র কে কেন্দ্র করে আবার নক্ষত্র করছে বেলাক্স থেকে কেন্দ্র করে।
একসঙ্গে অনেকগুলো গ্যালাক্সি মিলিয়ে তৈরি করে গ্যালাক্সি পুঞ্জ। মহা আকাশের সবকিছুই সেই। অতীতের মানুষের ধারণা ছিল মহাবিশ্বটা নিজে স্থির।এভাবে রয়েছে আজীবন কখনো ছিলনা ছোট কখনো আবার বিস্তৃত। এর কোন শেষ নেই।
মার্কিন জ্যোতির্বিদ এডুইন হাবল এই ধারণা ভেঙ্গে দেন। তার মতে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে।
হাবলের এই আবিষ্কারের ফলে আমাদের মহাজাগতিক চিত্রটা বদলে গেল। আমরা জানলাম, স্বয়ং মহাবিশ্বটাও প্রসারিত হচ্ছে। মহাবিশ্বে তাই কিছুই স্থির নয়। গ্রহ ঘুরছে নক্ষত্রকে ঘিরে, নক্ষত্র ঘুরছে গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে। অনেকগুলো গ্যালাক্সি একসঙ্গে মিলে তৈরি করে গ্যালাক্সিপুঞ্জ বা গ্যালাক্সি ক্লাস্টার।
এই পুঞ্জের কেন্দ্রকে ঘিরে ঘুরে চলে গ্যালাক্সিগুলো। আবার অনেকগুলো ক্লাস্টার মিলে যে সুপারক্লাস্টার তৈরি করে, তার কেন্দ্রকে ঘিরে ঘুরে চলে ক্লাস্টারগুলো।
বিশাল পরিসরের হিসাব এসব। কিন্তু ছোট পরিসরে অণু-পরমাণুর কথা যদি ভাবি, এগুলোও সবসময় কেবল ছুটছে। প্রশ্ন হলো, কেন? কেন মহাবিশ্বের সব কিছু গতিশীল?
তথ্য ও ছবি: সংগৃহীত