
রিপন মারমা কাপ্তাই,রাঙ্গামাটি :
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা  চন্দ্রঘোনা ইউনিয়ন
২নং ওয়ার্ড, সাদেকেরঘোনা  গ্রামের ঝিরি পানিতে ডুবে মোঃজিহাদ(১০) নামের প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। মৃত মোঃ  জিহাদ চন্দ্রঘোনা সাদেকেরঘোনা পাড়ার মাহবুব আলমের ছেলে। 
রবিবার (২৭ আগস্ট) দুপুরে  তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। ঐ এলাকার ইউপির মেম্বার ও পরিবারের লোকজন জানান, 
আজ রবিবার  সকাল ১০টার দিকে মোঃ জিহাদ বাড়ী থেকে বের হয়ে  আর বাড়ী ফেরেনি।
পরিবারের লোকজন স্থানীয়সহ দুই ঘন্টা খোঁজা খুঁজি করে বারটা দিকে ঝিরি পানি থেকে মোঃ জিহাদ মৃতদেহতি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

পরিবারের লোকজনসহ স্থানীয়রা ধারনা করছেন বালি গর্তের ধারে ঘুরতে গিয়ে অসাবধানতা বসত পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
								
								
															 
			 
		     
					







