বগুড়ার সারিয়াকান্দিতে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ
জাফরুল সাদিক,বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়নের ইছামারা ও ফকির পাড়া গ্রামের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কামালপুর ইউপি ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে ২শত ৩৪ টি পরিবারের মাঝে ৯১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৮লাখ ৭৩ হাজার টাকা বিতরণ করেন বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া , উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু , উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ,সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক ,সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম ,সারিয়াকান্দি থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাছেদুউজ্জামান সহ আরো অনেকে। ।








