চ্যাম্পিয়ন শেখেরখীল হর-পার্বতী ক্রীড়া চক্র
বাঁশখালী প্রতিনিধি:
সনাতন সংগঠন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আউটডোর গেইম ফুটবল টুর্নামেন্ট এর সেই কাংখিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক লাল দিঘির ময়দানে।উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন সনাতন ভূজপুর যুব একতা সংঘ বনাম শেখেরখীল হর পার্বতী ক্রীড়া চক্র একাদশ।এতে মহান অতিথির আসন অলঙ্কিত করেছেন সনাতন সংগঠন এর প্রতিষ্ঠাতা শ্রী অশোক চক্রবর্তী, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য,
বিভাগীয় কমিটির সাবেক কোর্ডিনেটর ডাঃ সজীব তালুকদার,আন্দরকিল্লা ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী,পাথরঘাটা ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর পূলক খাস্তগীর,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, সনাতন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার উত্তম দে মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক প্রনব দে সহ সংগঠন এর সকল নেতৃবৃন্দ।
উক্ত ম্যাচটিতে শেখেরখীল হর-পার্বতী ক্রীড়া চক্র একাদশ ৪-১ গোলে সনাতন ভুজপুর যুব একতা সংঘ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।এতে পুরো টুনার্মেন্টে ৭-টি গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন টিংকু সুশীল, সেরা গোল রক্ষক নির্বাচিত হন হর-পার্বতী ক্রীড়া একাদশের ক্যাপ্টেন দিগন্ত দেব।
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি