আনোয়ার হোসেন আনু , নিজস্ব প্রতিবেদক ;
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আল সাইফুল ইসলাম সোহাগ পটুয়াখালীর কলাপাড়ায় দূর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় মন্দির গুলোতে আর্থিক অনুদান তুলে দেন মন্দির পরিচালনা কমিটির কাছে। গত তিনদিন যাবত কলাপাড়া পৌর শহরের প্রতিটি মন্দির, নীলগঞ্জ, পাখিমারা, ইউসুফ পুর সহ উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখার পাশাপাশি কুশল বিনিময় এবং মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাতে মহিপুর বাজারে অবস্থিত আখড়া বাড়ি মন্দির পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মিলিত হয়। পুজা উৎযাপন কমিটির সভাপতি কিরন দাসের সভাপতিত্বে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল ইসলাম সোহাগ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিপুর থানা যুবলীগ আহবায়ক মোঃ মিজানুর রহমান বুলেট প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ বলেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এই দেশে সামপ্রদায়িকতার কোন সুযোগ নেই। ধর্ম যার যার, উৎসব সকলের। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগ সব সময় আপনাদের পাশে রয়েছে। এ সময় তিনি বলেন, এদেশে সংখ্যা লগু বলতে কিছুই নেই। সকলেই আমরা এই দেশের নাগরিক। এখানে আমাদের জন্ম। ধর্ম ভিন্ন হলেও আমরা সবাই বাংলাদেশী। এদেশের ৯০ ভাগ মানুষ মুসলিম হলেও বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় অন্যান্য সম্প্রদায়ের মানুষদের সুযোগ সুবিধা বেশি দিয়ে আসছে। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সকল উৎসব জাকঁজমকভাবে পালন করতে পারে এজন্য যুবলীগ নেতৃবৃন্দ সবসময় পাশে থাকবে।
এসময় আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য সকলকে মিলেমিশে কাজ করার আহবান জানান এই যুবলীগ নেতা।এসময় কলাপাড়া, কুয়াকাটা, মহিপুর ও রাঙ্গাবালী উপজেলার যুবলীগের নেতাকর্মীরা তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন