চট্টগ্রাম ১৬ আসনে আ. লীগের মনোনয়ন ফরম জমা দিলেন মোস্তাফিজ
মোহাম্মদ এরশাদ ,বাঁশখালী (চট্টগ্রাম )প্রতিনিধি;
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (চট্টগ্রাম ১৬) বাঁশখালী আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং (চট্টগ্রাম ১৬) বাঁশখালী আসনের দুই দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
রোববার (১৯ নভেম্বর) বিকাল চার’টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে নিজ দলের কর্মী সমর্থকদের সাথে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।