শার্শায় এডাস বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত
জসিম উদ্দিন ,নিজস্ব প্রতিবেদক :
যশোরের শার্শার নাভারণে এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস এডাস বৃত্তি পরীক্ষার ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।যশোর এডাস কর্তৃক আয়োজিত ও পরিচালিত এডাস বৃত্তি বুরুজ বাগান মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ে শনিবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চারটি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শার্শা কেন্দ্র সচিব মোফাজ্জেল হোসেন রাজু বলেন, শার্শা থেকে মোট চারটি স্কুলের ১৪১ জন শিক্ষার্থী দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রতি বিষয়ে ২৫ নম্বর, চারটি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এডাস যশোরের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম বলেন, যশোর, খুলনা, সাতক্ষীরা ও নড়াইল জেলার মোট ১০ টি কেন্দ্রে ১২০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে এর মধ্যে দ্বিতীয় শ্রেণীতে ৩৬০ জন, তৃতীয় শ্রেণীতে ২৯৯ জন, চতুর্থ শ্রেণীতে ২৬৬ জন ও পঞ্চম শ্রেণীতে ২৭১জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে ও শিক্ষার মান উন্নয়নে এডাস বৃত্তি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।








