যথা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লংগদুতে বুদ্ধিজীবী দিবস পালিত
সাকিব আলম মামুন,লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির লংগদু উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
লংগদু উপজেলায় প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, থানার ওসি (তদন্ত) জালাল উদ্দীন, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার শাহনেওয়াজ ফারুক প্রমুখ।
লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, মৎস কর্মকর্তা তানবীর আহসান, প্রেসক্লাবের উপদেষ্টা মো. এখলাছ মিঞা খান, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমুখ।
বক্তারা- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকিস্তানিদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে বলেন, যে শহিদদের হত্যা করেছে তাঁরা বেঁচে থাকলে জাতির পিতার দেশ গঠনে সহযোগিতার হাত বাড়াতে পারতেন। ঘুরে দাঁড়ানো বাংলাদেশ বড় ধাক্কা খেয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
স্বাধীনতা বিরোধীরা জাতির পিতার পুরো পরিবারকে হত্যা করে দেশকে আবারো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ দেশকে বিশ্বের উন্নয়ন কাতারে পৌঁছে দিয়েছে। পাকিস্তানের জনগণ আজ তাদের রাষ্ট্রকে বাংলাদেশের মতো বানানোর জন্য তাদের সরকারকে বলছে। এটাই আমাদের গর্ব।
এ সময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ছাত্রছাত্রী এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।