নেত্রকোণায় ৫টি আসনের প্রতীক বরাদ্দ সম্পন্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র নেত্রকোণার ৫টি সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।আজ ১৮ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ২৬ প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
এসময় জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, পুলিশ সুপার ফয়েজ আহমেদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







