রিপন মারমা রাঙ্গামাটি:
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার কাজী আরিফুর রহমান।
সাংবাদিক ঝুলন দত্তের সঞ্চালনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান নাছির উদ্দিন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেন সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী,
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন কাপ্তাই প্রেস ক্লাবের কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী, মৎস্য উদ্যোক্তা বিজয় মারমা প্রমুখ।
প্রযুক্তি ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন
তিনি আরও বলেন, সম্প্রতি বাংলাদেশ চীনকে টপকিয়ে মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাছ উৎপাদনে আমরা প্রথম হতে চাই। এ লক্ষ্যে সরকার কাজ করছে।
এতে সপ্তাহব্যাপি কর্মসূচি বিভিন্ন কর্মসূচি জানানো হয়।