লক্ষ্মীপুরে বন্যার্তদের পাশে ‘গেট আপ স্ট্যান্ড আপ’: ১২০০ পরিবারে ত্রাণ বিতরণ সফলভাবে সম্পন্ন”
সত্যকন্ঠে অনলাইন:
বাংলাদেশী মিউজিশিয়ানদের সংগঠন ‘ গেট আপ স্ট্যান্ড আপ’ প্ল্যাটফর্ম। যা ৩ আগস্ট ২০২৪ তারিখে দেশের বান্ড মিউজিশিয়ানসহ সঙ্গীতশিল্পীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলোন’এ একাত্মতা প্রকাশ করে সফলভাবে “রবীন্দ্র সরোবর, ধানমণ্ডি” সমবেত হয়। এরপর “শহীদ মিনার” পর্যন্ত একটি বিশাল র্যালি আয়োজন করে ব্যাপক আলোচিত হয়। সেই প্ল্যাটফর্ম বর্তমান বন্যা পরিস্থিতিতে পুনরায় সক্রিয় হয়েছে। এই প্রক্রিয়ায়, তারা বিশেষভাবে বন্যা দুর্গতদের সহায়তার জন্য ত্রাণ কর্মসূচি পরিচালনা শুরু করেছে।
এই উদ্যোগের সাফল্যের ধারাবাহিকতায় , ‘গেট আপ স্ট্যান্ড আপ’ এর ফেসবুক পেজে ত্রাণ সংগ্রহের জন্য একটি আবেদন জানালে সারা দেশে সঙ্গীতশিল্পীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। ব্যক্তিগতভাবে, দলগতভাবে, অর্থ, খাদ্য, কাপড়, এবং ওষুধ সংগ্রহ করে ত্রাণ কার্যক্রমে এগিয়ে আসেন শিল্পীরা।
গত ২৬ আগস্ট, ২০২৪ তারিখে, ‘গেট আপ স্ট্যান্ড আপ’ প্ল্যাটফর্ম থেকে একটি টিম দুটি কাভার্ড ভ্যানে প্রায় ১৩ টন ত্রাণ নিয়ে ফেনীর ফুলগাজীতে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেয়। সেখানে গত দুইদিন স্থানীয় ভলেন্টিয়ারদের সমন্বয়ে গঠিত টিম প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরাসরি বন্যা কবলিত মানুষদের হাতে পৌঁছে দিয়েছে। ৫টি টিম ৫টি ভিন্ন ভিন্ন ক্রাইসিস এরিয়ায় অপারেশন চালিয়েছে। টিমের টার্গেট ছিল কোন ভাইরাল পয়েন্টে গিয়ে ত্রাণ দিয়ে না চলে এসে যেসব জায়গায় ত্রাণ পৌঁছায় না সেসব জায়গায় ত্রাণ বিতরণ করা। প্রথম দিন দাগনভুইয়া, বিরিঞ্চি, হাসানপুর, আনন্দপুর, মুন্সিরহাট বরডার, সোনাপুর, রুইতিয়া, মালিপুয়া, বন্ধুয়া, মদিপালের প্রত্যন্ত আঞ্চলে মানুষের কাছে ত্রাণ পৌঁছিয়ে দেয়। আর গতকাল ২৭ আগস্ট, জগতপুর থেকে মুহুরি নদীর ভাঙা বাঁধ অতিক্রম করে এবং কুতুবপুর থেকে গতিয়া নদীর পার পর্যন্ত দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে সক্ষম হয়। স্থানীয়দের আন্তরিক সহায়তা নিয়ে ত্রাণ কার্যক্রম শেষ হয়।
এর আগে গত ২৫ আগস্ট সারাদিনই চলেছে ত্রাণ সামগ্রী প্যাকেজিংয়ের কাজ। সেখানে সাহায্য করেছে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী। তার আগের রাতে প্রচুর বৃষ্টির মধ্যেও ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গা থেকে ক্রয় এবং সংগ্রহ করার কাজ চলেছে। প্রাথমিকভাবে ১২০০ বেগ ত্রাণ প্রস্তুত করা হয়। সাথে নেওয়া হয় প্রচুর পরিমাণ ঔষধপত্র। প্রতিটি ব্যাগে ছিল: চিড়া – ১ কেজি, মুড়ি – ১ কেজি, গুড় – ২৫০ গ্রাম, টোস্ট বিস্কুট – ১ কেজি, নরমাল বিস্কুট – ১ প্যাকেট, পাউরুটি – ১ প্যাকেট, কেক, চাল – ৫ কেজি, ডাল – ১ কেজি, লবণ – ১ কেজি, তেল – হাফ লিটার/১ লিটার, পেয়াজ – ১ কেজি, স্যানিটারি প্যাড – ১ বক্স, পানি – ২ লিটার, স্যালাইন – ৫ প্যাকেট, মেডিসিন – ৩ প্রকারের, লাইটার – ১টি, সাবান – ১টি, কয়েল – ১ বক্স এবং টর্চ লাইট – ১টি।
একটি সূত্র জানায়, ‘গেট আপ স্ট্যান্ড আপ’ প্ল্যাটফর্মের মাধ্যমে এখন পর্যন্ত মোট ১৭ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান যেমন এসিআই, আকিজ, বসুন্ধরা, ডেককো, ইনসেপটা, একমি সহ আরো অনেক প্রতিষ্ঠান তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওষুধ এবং খাদ্য সামগ্রী সরবরাহ করেছে। সঙ্গীতশিল্পীদের উদ্যোগ স্বতস্ফূর্তভাবে এই ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কর্মসূচির প্রশংসা করেছে সবাই।
নিউজের অডিও শুনতে পপকাষ্টে ক্লিক করুন
উল্লেখ্য, নর্থ আমেরিকার মিউজিশিয়ানদের প্লাটফর্ম গত ২৫ তারিখ একটি অনলাইন লাইভ কনসার্টের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটেবল সংগঠন অংকুর ইন্টারন্যাশনালকে সাথে নিয়ে। যেখানে ‘ গেট আপ স্ট্যান্ড আপ ‘ এর কার্যক্রম কে তুলে ধরা হয় এবং ওই কনসার্ট থেকে বাংলাদেশী টাকায় প্রায় ৩০ লাখ টাকা ফান্ড সংগ্রহ করা হয়। উল্লেখ্য দ্বিতীয় ধাপের ত্রাণ বিতরণ, মেডিকেল কাম্প এবং বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমে, ‘ গেট আপ স্ট্যান্ড আপ’ এবং ‘অঙ্কুর ফাউন্ডেশন’ কাজ করবে। ‘বাংলাদেশী আর্টিস্ট ফোরাম ইন নর্থ আমেরিকা’ এই দুইটি সংস্থাকে ফেসবুক লাইভ অনলাইন কনসার্ট থেকে সংগ্রহীত অর্থ সাহায্য হিসাবে দেওয়া হবে বলে একটি সূত্র জানায়। গেট আপ স্ট্যান্ড আপের কার্যক্রমের আপডেট পেতে https://www.facebook.com/