জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কমিটি পুনঃগঠন
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি :
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কমিটি পুনঃগঠন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের সেতুলি বেম্বু গার্ডেনে বিশেষ সাধারণ সভায় কমিটি পুনঃগঠন করা হয়।
সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা. তারিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রামপুরা ডেন্টাল ক্লিনিকের ডা. এম আর সিদ্দিক, সমিতির সাধারণ সম্পাদক সেন্টাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি, এভার গ্রিন লাইফ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হারুনুর রশিদ, সানরাইজ ডায়াগনস্টিক সেন্টারের মালিক এস এম মাসুদ আলম খোকন, সমিতির বকশিগঞ্জ উপজেলার সভাপতি জয়নাল আবেদিনসহ মালিক সমিতির নেতৃবৃন্দ। এছাড়াও জেলা সদরসহ সকল উপজেলার বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিকরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন- জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক মালিক সমিতির কয়েকজন উশৃংখল সদস্য এবং একজন বহিঃস্কৃত সদস্য মিলিত হয়ে গত (২৬ আগস্ট) সোমবার সম্পূর্ন অগণতান্ত্রিক ভাবে ক্লিনিক মালিক সমিতির বেশিরভাগ সদস্যদের না জানিয়ে মাত্র ৮-১০ জন সদস্যদের উপস্থিতিতে এবং বর্তমান কার্যকরী পরিষদে বিদ্যমান থাকা সদস্যদেরকেও না জানিয়ে তাদের নাম প্রকাশ করে একটি কমিটি ঘোষণা করেন।
পরে সেটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে মালিক সমিতির সকল সদস্য সহ সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা করে।
এরূপ অনিয়মতান্ত্রিক, উশৃংখল কাজের তীব্র প্রতিবাদ, নিন্দা জানিয়ে এর সাথে জড়িত সদস্যদের আগামী ১৫ দিনের মধ্যে কথিত কমিটি ভেঙে দিতে বলা হয়। ১৫ দিনের মধ্য সেই কমিটি ভেঙে না দিলে ওই সকল সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির শূন্য পদে সর্বসম্মতিক্রমে এভারগ্রীন লাইফ জেনারেল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক হারুনুর রশিদকে (ভারপ্রাপ্ত সভাপতি), সান রাইজ ডায়াগনস্টিক সেন্টারের মালিক এস এম মাসুদ আলম খোকন (সহ-সভাপতি), নিউ সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল ইসলাম বিদ্যুৎ (দপ্তর সম্পাদক) ও জনতা হাসপাতালের চেয়ারম্যান মো. জাকির হোসেন শামীমকে (কার্যকরী সদস্য) ঘোষণা করে কমিটি পুনঃগঠন করা হয়।