কবিতা:ওই কবরে
লেখক:খোরশেদ আলম
এই পৃথিবী যেমন আছে
তেমনিভাবে রবে
তুমি আমি আমরা কেউই
থাকবো নাকো ভবে।
আমার বাড়ি আমার ঘরে
থাকবো নাকো ভাই
সময় হলে যেতেই হবে
থাকার সুযোগ নাই।
আজ মরলে কাল দুদিন
কবর হবে ঘর
আপন বলে কেউ রবেনা
সবাই হবে পর।
মিছে আশায় তবু মানুষ
বড়াই করে রোজ
ওই কবরে থাকবে একা
কেউ নিবেনা খোঁজ।