রাষ্ট্র পরিচালনায় শুধু সরকারের একার পক্ষে যেমন সম্ভব নয় তেমনি শিশুদের প্রতিভা বিকশিত করতে অভিভাবকদের গুরুত্ব অনেক-তানিয়া খান
বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:
ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৪:
আজ সোমবার ১৬ই ডিসেম্বর ২০২৪, বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস। গৌরবোজ্জ্বল এ দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজ সকালে আলোচনাসভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তানিয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে শিশুদের উদ্দেশ্যে করে বলেন, স্বাধীনতা অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হয় কিন্তু এ স্বাধীনতার সুফল ভোগ করতে গেলে চলার পথে আমাদের পরিশ্রম করতে হবে, অনেক কিছু শিখতে হবে। এ চলার পথে রাষ্ট্র পরিচালনায় আমরা যারা দায়িত্বে আছি তাদের সেই কাজগুলোকে সুন্দর করে সম্পন্ন করা এবং শিশুদের জন্য সুন্দর পরিবেশ এবং একটি বাসযোগ্য দেশ দিয়ে যেতে পারি এই হোক আজ আমাদের অঙ্গীকার এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আমরা সব সময় বলে থাকি প্রাথমিক শিক্ষা শুরু হয় বাড়ি থেকে কিন্তু তার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষারও দরকার আছে। সে কারণেই ১৯৭৬ সালে গড়ে উঠেছে এই শিশু একাডেমি এবং এ দীর্ঘ পথ পরিক্রমায় এখান থেকে অনেক শিশু বিভিন্ন বিষয়ে যেমন ছবি আঁকা, গান গাওয়া, কবিতা আবৃতি, বিশেষ বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জন করেছে। আজকের শিশুরা শুধু আমাদের দেশেই নয় তারা আন্তর্জাতিক পর্যায়েও পুরস্কার পাচ্ছে এটি আমাদের এই একাডেমির মতো জায়গা আছে বলেই তারা তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ পেয়েছে। বেসরকারি ও ব্যক্তি পর্যায়েও এ সমস্ত শিল্পচর্চার মাধ্যমে যে সকল শিশুদেরকে প্রতিভা বিকশিত করার সুযোগ সৃষ্টি করেছে সে সমস্ত প্রতিষ্ঠানকেও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন, রাষ্ট্র পরিচালনায় শুধু সরকারের একার পক্ষে যেমন সম্ভব নয় তেমনি শিশুদের প্রতিভা বিকশিত করতে অভিভাবকদের গুরুত্ব অনেক।
শিশুরা এদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, শিশুদের উন্নয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। শিশু এবং মায়েদের উন্নয়নে ডে-কেয়ার ব্যবস্থা গ্রাম পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে দিতে উদ্যোগ নেয়া হয়েছে যাতে ভবিষ্যতে যেন শিশুরা সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান, দুজন শিশু শিল্পী সারা তারিক ও কাওসার বিন মামুন বক্তৃতা করেন। সিনিয়র সচিব শিশু একাডেমর শিশু শিল্পীদের এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পরে বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীরা প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।