হাইওয়ে সড়কের উপর অবৈধভাবে পাথর-বালু স্তুপ করে রাখার দায়ে ব্যবসায়ীর অর্থদন্ড
মো আহসান হাবিব,পঞ্চগড় :
বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় হাইওয়ে সড়কের দুই পার্শ্বে সড়কের জায়গার উপর ও ঢাল দখল করে অবৈধভাবে স্তুপ করে রাখা পাথর, বালু, স্টোন ক্রাশিং ও নেটিং মেশিন অপসারণের লক্ষ্যে আজ শনিবার (২৮ জানুয়ারি) বিকালে তেঁতুলিয়া সদর ইউনিয়নের
ভাদ্রুবাড়ী এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় হাইওয়ে সড়কের উপর পাথর ও বালু স্তুপ করে রাখার দায়ে মহাসড়ক (নিরাপত্তা, সংরক্ষণ ও চলাচল নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০১ মোতাবেক দুইজন পাথর ব্যবসায়ীকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং
ড্রাইভিং লাইসেন্স ব্যতীত ট্রাক চালানোর দায়ে একজনকে ১০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
সড়ক দূর্ঘটনা রোধে মহাসড়কের জায়গার উপর স্তুপ করে পাথর-বালু রেখে এবং স্টোন ক্রাসিং ও নেটিং মেশিন বসিয়ে ব্যবসা পরিচালনাকারী ব্যবসায়ীদেরকে অবৈধভাবে রাখা এসব মালামাল অনতিবিলম্বে অন্যত্র অপসারণের জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান,এ অভিযান অব্যাহত থাকবে।