যশোর প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরের দত্তগাতির রকিবুল হত্যা মামলার আসামী জুয়েল কে হত্যাকাজে ব্যবহৃত বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে যশোর জেলা ডিবি পুলিশ। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মুখপাত্র জেলা ডিবির ওসি রুপন কুমার সরকার জানান গত বছর ১৩ মে রাত আটটার দিকে অভয়নগরের দত্তগাতী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রকিবুল স্ত্রীসহ মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সন্ত্রাসীরা পেটে ও মাথায় গুলি করে হত্যা করে এ হত্যাকান্ডের ঘটনা অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে উক্ত হত্যাকান্ড চাঞ্চল্যকর হওয়ায় জেলা পুলিশ সুপার এর নির্দেশে জেলা ডিবি পুলিশ মামলার তদন্তভার গ্রহন করে জেলা
ডিবির এসআই আবু হাসান ও এসআই মফিজুল ইসলামের ডিবির একটি আভিযানিক দল ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে রকিবুল হত্যা মামলার মুল আসামী নিউ কমিউনিস্ট পার্টির সদস্য সোলায়মান ওরফে জুয়েল কে গ্রেফতার করে।
এসময় হত্যা কাজে ব্যবহৃত বিদেশী পিস্তল উদ্ধার করে। গ্রেফতার কৃত সোলায়মান ওরফে জুয়েল খুলনার ফুলতলা উপজেলারজামিরা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে গ্রেফতারকৃত জুয়েল কে রকিবুল হত্যা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।