মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি:
মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালী কেন্দ্রীয় শহীদ মিনারে রাত্রি ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল কর্মকর্তার উপস্থিতিতে প্রথমে পুষ্পমাল্য অর্পন এর পর পর্যায় ক্রমে
উপজেলা পরিষদ,থানা পুলিশ,উপজেলা আওয়ামীলী,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠন,উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও গণ,ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদ বাঁশখালী শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান,সরকারি ও
আধাসরকারী প্রতিষ্ঠান সমূহ , বিভিন্ন তফসিলি ব্যাংক সহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের পক্ষ হইতে রাত ১২/ ০১ মিনিটে একুশের প্রথম প্রহরে মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি এবং সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (এমপি),উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দীন (পিপিএম),
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার
মাহমুদুল হাসান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শফিউর রহমান মজুমদার,উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক,বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম,সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন
চৌধুরী খোকা,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাকাওয়াত নুর প্রিয়তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।