ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী বাজার বনিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বদলগাছী চাউল বাজার সংলগ্ন বদলগাছী বাজার বনিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপফ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান
আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছলিম উদ্দিন তরফদার, বিশেষ অতিথি উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কিশোর, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মো. আব্দুস সালাম মন্ডল,নবনির্বাচিত বদলগাছী বাজার বনিক সমিতির সভাপতি একলাছুর রহমান।
এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দেশ এখন উন্নয়নের পথে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান।
সেই সাথে অত্র বদলগাছী বাজার বনিক সমিতির সার্বিক উন্নয়নসহ অত্র সমিতির সকল সদস্য ও ভোক্তাদের প্রতি সদাচরণ করার জন্য নবনির্বাচিত কমিটি ও বনিকদের প্রতি অনুরোধ জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান, উপজেলার কোলা ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম স্বপন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ, এফ, অত্র বদলগাছী বাজার বনিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য ও সকল সদস্য বৃন্দসহ অনেকই উপস্থিত ছিলেন।