শিপন হাওলাদার, শরিয়তপুর:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারী)দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
প্রদর্শনী মেলায় প্রায় ৩০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
কাল ১১টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হয়।পরে বিকাল ৫টার দিকে অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথী হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার, ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম নুরুল হক,সাধারন সম্পাদক আবু তালেব চৌকিদার, জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর।
জাজিরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগির ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করছি।