সৈকত মন্ডল, স্টাফ রিপোর্টার:
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার তৈয়েব আলির বটতলা নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি পরিবহনের পেছনে বেপরোয়া গতিতে চলা ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন দুই জন, তবে ট্রেকের বাম পাশে থাকা হেলপার মৃত্যুশয্যায়।
বুধবার(৮ মার্চ)গভির রাতে আনুমানিক ৩.৩০ মিনিটের সময় ঢাকা-খুলনা মহাসড়কের তৈয়েব আলীর বটতলা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
মহাসড়কে দাড়িয়ে থাকা পরিবহনের পেছনে ঢাকা থেকে খুলনা গামী বেপরোয়া গতির ট্রাক যার নং ঢাকা মেট্রো ন (১১১৯৮৫) ধাক্কায় রামপাল থানার কুমলো গ্রামের বাসিন্দা শ্যামল পালের ছেলে অলক
পাল(২৯) গুরুতর আহত হয়েছেন ও চালকের সহযোগী চিতলমারী উপজেলার বড়গুনী গ্রেমের শেখ আশরাফ আলীর ছেলে শেখ মাহামুদ(৩৫) মর্মান্তিক অবস্থায় ফকিরহাট উপজেলা ফায়ার সার্ভিস
স্টেশনের অফিসার্স শামছুর রহমানের টিম আহতদের স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জুবায়ের হোসেন আহতদের প্রাথমিক চিকিৎসায় অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেহেদী হাসান জানান, আমরা জানতে পারি ওষুধ বহন কারী ট্রাকের গতি বেশি থাকায় পরিবহনের পেছনে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে আমরা ঘটনা স্থানে এসে
লোখমুখে জান্তে পারি আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে, মোল্লারহাট হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি উদ্ধার করে সড়কে যান-বাহন চলাচল স্বাভাবিক করছে ।